Site icon

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী।  রবীন্দ্রনাথ মাত্র ষোল (১৬) বছর বয়সে ১৮৭৮ সালে এই কাব্যগ্রন্থটি প্রকাশ করেন। কবি কাহিনী কাব্যগ্রন্থটি ৫৩ পৃষ্টার। রবীন্দ্রনাথের এই কাব্যে কবি বিহারীলাল চক্রবর্তী’র প্রভাব বিশেষভাবে উল্লেখযোগ্য। কাব্যগ্রন্থটি বিখ্যাত “ভারতী” পত্রিকায় পৌষ হতে চৈত্র সংখ্যায় ধারাবাহিকভাবে  প্রকাশিত হয়েছিল। কবি কাহিনী কাব্যগ্রন্থটির প্রকাশক রবীন্দ্রনাথের বন্ধু প্রবোধচন্দ্র ঘোষ। বনফুল কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হলেও কবি কাহিনী ই প্রথম প্রকাশিত কাব্য। 

অর্থাৎ রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ “কবি কাহিনী”

আর রবীন্দ্রনাথের প্রথম রচিত কাব্যগ্রন্থ “বনফুল”।

রবীন্দ্রনাথ তাঁর “জীবনস্মৃতিতে” লিখেছেন-“এই কবি কাহিনী কাব্যই আমার রচনাবলীর মধ্যে প্রথম গ্রন্থাকারে প্রকাশি হয়। আমার কোন এক উৎসাহী ও শুভাকাঙ্খী বন্ধু এই কবি কাহিনী গ্রন্থাকারে প্রকাশ করে আমার নিকট একটি কপি পাঠিয়া দেই।”

উল্লেথ্য, রবীন্দ্রনাথের এই শুভাকাঙ্খী বন্ধু হলেন, প্রবোধচন্দ্র ঘোষ।

আরও পড়ুন:

৫ জন বুদ্ধিজীবীর নাম।

মুজিবনগর সরকারের সদস্য ছিলেন কে কে এ সম্পর্কে বিস্তারিত।

জাতীয় চার নেতার নাম ও পদবী

অপারেশন সার্চলাইটের নৃশংস হত্যাকান্ডের খবর বিশ্বে কীভাবে ছড়িয়েছিল।

সাইমন ড্রিং কোন দেশের নাগরিক

সাইমন ড্রিং এর পরিচয়।

সাইমন ড্রিং এর মুক্তিযুদ্ধে অবদান

 

Exit mobile version