কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত?
দিনাজপুর জেলায়।
কান্তজির মন্দির কোথায় অবস্থিত?
দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ঢেঁপা নদীর তীরে দিনাজপুর শহর হতে বিশ (২০) কিলোমিটার অদুরে অবস্থিত।
মন্দিরের তথ্যঃ কান্তজির মন্দির দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ঢেঁপা নদীর তীরে অবস্থিত একটি উজ্জ্বল স্থাপত্যশৈলীর নিদর্শন। ইন্দো-পারস্য স্থাপত্যশৈলীতে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। মহারাজা প্রাণনাথ রায় শ্রীকৃষ্ণ ও তাঁর স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে মন্দিরটি নির্মাণ করেন। ১৭০৪ খ্রিঃ মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় এবং ১৭৫২ সালে শেষ হয়। এই মন্দিরে বাংলাদেশ তথা পুরো দক্ষিন এশিয়ার শ্রেষ্ঠ টেরাকোটার নিদর্শন রয়েছে।মন্দিরের বাইরের দেয়ালে পোড়ামাটির ফলক রয়েছে তাতে রামায়ন ও মহাভারতের বিভিন্ন পৌরানিক কাহিনী সুনিপুন ও সুদক্ষতার সহিত উপস্থাপন করা হয়েছে। মন্দিরের বাইরের দেয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রায়ণ করা আছে।
অপারেশন সার্চলাইটের নৃশংস হত্যাকান্ডের খবর বিশ্বে কীভাবে ছড়িয়েছিল।
সাইমন ড্রিং এর মুক্তিযুদ্ধে অবদান
প্রশ্নঃ কান্তজির মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয়?
রাজা প্রাণনাথ ১৭০৪ খ্রিঃ মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন এবং রাজার পুত্র রামনাথ রায় ১৭৫২ খ্রিঃ এর নির্মাণ কাজ শেষ করেন
প্রশ্নঃ কান্তজী মন্দির কেন বিখ্যাত?
এর নির্মাণশৈলীর জন্য।
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় মন্দির কোথায় অবস্থিত?
ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকায় অবস্থিত।
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় মন্দির কোনটি?
ঢাকেশ্বরী জাতীয় মন্দির
প্রশ্নঃ পৃথিবীর প্রথম হিন্দু মন্দির কোনটি?
মুন্ডেশ্বরী, ভারত।
প্রশ্নঃ কান্তজির মন্দির কত বছর পুরনো?
৩০০ বছর
প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের নাম কি?
এঙ্করওয়াট, কম্বোডিয়া।
আরও পড়ুন:
মুজিবনগর সরকারের চারটি অবদান
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সংগীত শিল্পীদের অবদান
পাহাড়পুর বৌদ্ধ বিহার কে আবিষ্কার করেন? পাহাড়পুর সম্পর্কে বিস্তারিত।
সাইবার অপরাধ গুলো কি কি
সাইবার অপরাধ প্রতিরোধের ১০ টি উপায়