ইউক্রেনের মুদ্রার, এর আয়তন, রাজধানী, রাষ্ট্রপতি ও বন্দরের নাম
ইউক্রেনের মুদ্রার নাম রিভনিয়া (hryvnia )।
ইউক্রেনের প্রধানমন্ত্রীর নাম কি?
ইউক্রেনের বর্তমান প্রধানমন্ত্রী হলেন ডেনিস শ্যামিহাল(Denys Shmyhal)।
ইউক্রেন এর রাষ্ট্র ধর্ম কি?
অর্থোডক্স খ্রিস্টান।
ইউক্রেন বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
ভলোদিমির জেলনিস্কি ((Volodymyr Zelenskyy)।
ইউক্রেন এর আয়তন কত?
ইউক্রেনের আয়তন ৬,০৩,৬২৮ বর্গকিলোমিটার।
ইউক্রেনের রাজধানীর নাম কি?
ইউক্রেনের রাজধানী কিয়েভ।
ওডেসা বন্দর কোথায় অবস্থিত?
ওডেসা সমুদ্র বন্দর ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধে জর্জ হ্যারিসনের অবদান। মুক্তিযুদ্ধে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের ভূমিকা বিস্তারিত। মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি গুলো কি কি যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল জাতীয় চার নেতার নাম ও পদবী
পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রবন্দর কোনটি?
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত মায়ামি সমুদ্র বন্দর বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র বন্দর।
ওডেসা বন্দরের মালিক কে?
ইউক্রেনের বন্দর কর্তৃপক্ষ।
মারিউপল সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
আজভ সাগর, ইউক্রেন।
বাংলাদেশের প্রাচীনতম বন্দরের নাম কি?
বাংলার প্রাচীনতম বন্দরের নাম তাস্রলিপ্ত।
ইউক্রেনের বৃহত্তম বন্দর কোনটি
ওডেসা ।
অলিভিয়া সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
আর্জেন্টিনায়।
রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
ভ্লাদিমির পুতিন
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সীমান্ত রেখার নাম কি?
কার্জন লাইন |
ইউক্রেন কোন মহাদেশে অবস্থিত?
ইউরোপ মহাদেশে অবস্থিত।
আয়তনের দিক থেকে ইউক্রেন ইউরোপের কততম দেশ?
দ্বিতীয় বৃহত্তম দেশ।
অলিভিয়া বন্দরটি কোন সাগরে অবস্থিত?
কৃঞ্চসাগরে।
ইউক্রেন রাষ্ট্র সম্পর্কেঃ
ইউক্রেন ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ। ইউক্রেনের আয়তন ৬,০৩,৬২৮ বর্গকিলোমিটার। ইউক্রেনের বর্তমান প্রধানমন্ত্রী হলেন ডেনিস শ্যামিহাল (Denys Shmyhal)। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্টের নাম ভলোদিমির জেলনিস্কি ((Volodymyr Zelenskyy)। এই ভলোদিমির জেলনিস্কি একজন কৌতূক অভিনেতা থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট হন। ইউক্রেন এক সময় সোভিয়েত রাশিয়ার অংশ ছিল। ১৯৯১ সালের ২৪ আগস্ট ইউক্রেন সোভিয়েত হউনিয়ন হতে স্বধীনতা ঘোষণা করে। ইউক্রেনের অধিকাংশ এলাকা ঊর্বর সমভূমি এলাকা নিয়ে গঠিত। যার দরুন ইউক্রেন কৃষিতে সমৃদ্ধ একটি রাষ্ট্র হিসেবে পরিচিত। এখানে বিশ্বের সর্বাধিক গম উৎপাদিত হয় । তাই ইউক্রেনকে বিশ্বের রুটির ঝুঁড়ি হিসেবে অভিহিত করা হয়। ইউক্রেন একটি উন্নয়নশীল রাষ্ট্র। মানব উন্নয়ন সূচকে বিশ্বের ৭২ নম্বর অবস্থানে আছে দেশটি। এখানে দারিদ্র্য ও দূর্নীতির হার ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি।
বর্তমানে রাশিয়া ও ইউক্রেন ইউরোপের দীর্ঘস্থায়ী ধ্বংসাত্মক যুদ্ধে উপনিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্র ও ন্যাট্যোর আস্থার সংকট রুশ-ইউক্রেন যুদ্ধের অন্যতম প্রধান কারন। ১৯৯০ সালে জার্মানি একত্রীকরনের সময় ন্যাটো ঘোষনা করা হয়েছিল যে, ন্যাটো পূর্বে সম্প্রসারণ করবে না। কিন্তু সোভিয়েত পতনের পর ন্যাটো পূর্বে সম্প্রসারন ঘটায়। পূর্ব ইউরোপের বেশির ভাগ কমিউনিস্ট দেশ ন্যাটোতে যোগ দেয়। পরিকল্পনা ছিল ইউক্রেনকে ন্যাটোভূক্ত করার। রুশ প্রেসিডেন্ট ন্যাটোকে হুমকি হিসেবে এবং ইউক্রেনকে ন্যাটোভূক্ত করাকে রাশিয়ার অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচনা করে। এদিকে ইউক্রেন সরকার রাশিয়ার সব নিষেধ ও বাঁধা উপেক্ষা করে পশ্চিমাদের ঘনিষ্ট হতে থাকে এবং ২০২৪ সালে ন্যাটোতে অন্তর্ভূক্ত হওয়ার ঘোষণা দেয়। ফলে রাশিয়া ক্রুদ্ধ হয়। এছাড়া ১৯৯১ সালের ২৪ আগস্ট ইউক্রেনের সোভিয়েত হতে স্বাধীনতার ঘোষণা সোভিয়েত পতনকে ত্বরান্বিত করেছিল। যার দরুন পুতিন ইউক্রেনের ওপর ব্যাপক ক্ষুদ্ধ ছিলেন। আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক করন রয়েছে রুশ-ইউক্রেন যুদ্ধের পেছনে।ইউক্রেনে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরিচালিত।ইউক্রেনের প্রায় ৭০% জনগন ইউক্রেনীয় ভাষায় কথা বলে। এছাড়াও ইউক্রেনে রুশ ভাষা-ভাষী জনগনের সংখ্যা প্রায় ১ কোটি।ইউক্রেন এর প্রধান ধর্ম কি?অর্থোডক্স খ্রিস্টান।ভেরখোভনা রাদা ইউক্রেনের পার্লামেন্ট এর নাম।
আরও পড়ুন: অপারেশন সার্চলাইটের নৃশংস হত্যাকান্ডের খবর বিশ্বে কীভাবে ছড়িয়েছিল। সাইমন ড্রিং এর পরিচয়। সাইমন ড্রিং এর মুক্তিযুদ্ধে অবদান মুজিবনগর সরকারের চারটি অবদান সাইবার অপরাধ গুলো কি কি সাইবার অপরাধ প্রতিরোধের ১০ টি উপায়