সুপ্রিয় দর্শক, আপনাকে স্বাগতম। সম্রাট শাহজাহানের স্ত্রী সংখ্যা এবং তার বাবার নাম কি এবং সম্রাট শাহজাহানের সঙ্গে সম্রাজ্ঞী মমতাজের সম্পর্ক কেমন ছিল এই পোস্টে বিষয়গুলো সম্পর্কে তথ্যভিত্তিক সুন্দর উপস্থাপন করা হয়েছে। আর্টিকেলটি মনোযেযাাগ সহকারে পড়ার অনুরোধ রইল।
সম্রাট শাহজাহানের স্ত্রী সংখ্যা কতজনঃ
ইতিহাস সবসময় সত্যকে প্রকাশ করে না আবার জনশ্রুতি সবসময় গুজব হয় না। দুটো বিষয়ই সত্য বা মিথ্যা হতে পারে। সম্রাট শাহজাহানের স্ত্রী সংখ্যা জানতে আমরা ইতিহাসের ওপর নির্ভর করতে পারছি না কারন যথেষ্ট তথ্য ইতিহাসে সন্নিবদ্ধ নাই।
সম্রাট শাহজাহান ও মুমতাজের মধ্যে প্রেম কাহিনী পৃথিবীতে চিরকালই একটি মহাকাব্যিক ইতিহাস হয়ে থাকবে। সম্রাট শাহজাহান আগ্রার পথে চলার সময় হটাৎ এক পরমাসুন্দরী রমণীকে দেখতে পান। সম্রাট শাহজাহান তার রূপে বিভোর হয়ে পড়েন। মেয়েটির নাম ছিল আরজুমান্দ বেগম। ১৬১২ সালে আরজুমান্দ বেগমের সাথে সম্রাট শাহজাহানের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর সম্রাট তার স্ত্রী আরজুমান্দ বেগমের নাম পরিবর্তন করে রাখে মুমতাজ। সম্রাট মুমতাজকে অসম্ভব ভালোাবসতেন। মুমতাজ সমসময় সম্রাটের পাশে থাকতেন। সম্রাট শাহজাহান যতগুলো যুদ্ধ করেছেন সব যু্দ্ধে বেগম মুমতাজ সম্রাটের সাথে ছিলেন। মুমতাজের গর্ভে সম্রাটের ১৪ টি সন্তান জন্ম নেয়। কথিত আছে, ১৪ তম সন্তান জন্মদিতে গিয়ে মুমতাজ মৃত্যুবরন করেন।
তাহলে এখন প্রশ্ন আসবে সম্রাটের স্ত্রী চারজন কিভাবে। এই প্রশ্নের উত্তর হচ্ছে-
পারিবারিক রীতি ও ঐতিহ্যের কারনে সম্রাট শাহজাহানের পিতা সম্রাট জাহাঙ্গীর পারস্যের সম্রাটের সঙ্গে তার পুত্র সম্রাট শাহজাহানের বিয়ে দেন। পরে সম্রাজ্ঞী মমতাজের সঙ্গে সম্রাট শাহজাহানের বিয়ে হয়। তাহলে সম্রাট শাহজাহানের স্ত্রী সংখ্যা দুই জন হইল। পরবর্তীতে সম্রাজ্ঞী মমতাজের মৃত্যু ঘটলে সম্রাট আরও দুটি বিবাহ করেন। এভাবে সম্রাট শাহজাহানের স্ত্রী সংখ্যা চার (০৪) জন।
আরও পড়ুনঃ
মুক্তিযুদ্ধের সময় বিপুল শরণার্থী কোথায় এবং কিভাবে আশ্রয় পেয়েছিল
মুক্তিযুদ্ধে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের ভূমিকা বিস্তারিত
মুজিবনগর সরকারের চারটি অবদান
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সংগীত শিল্পীদের অবদান
সাইবার অপরাধ গুলো কি কি
মহাস্থানগড় সম্পর্কে ১০ টি বাক্য
সাইবার অপরাধ প্রতিরোধের ১০ টি উপায়
বলে রাখা ভালো সম্রাট শাহজাহানের স্ত্রী’র সংখ্যা ও প্রেম কাহিনী নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা রয়েছে। পি এন অক নামের এক প্রফেসর “Tajmahal: The True Story” গ্রন্থে শাহজাহানের প্রেম কাহিনী ও তাজমহল নিয়ে প্রশ্ন তোলেন এই গ্রন্থে। তিনিও সম্রাটের চারজন স্ত্রীর কথা স্বীকার করেন। তিনি বলেন, সম্রাট শাহজাহান প্রথম পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পারস্যের রাজকন্যার সাথে।
সম্রাট শাহজাহানের পিতার নাম কি
সম্রাট শাহজাহানের পিতার নাম সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের ডাক নাম সেলিম। সম্রাট জাহাঙ্গীরের বাবা ছিলেন সম্রাট আকবর।
মুঘল সম্রাটদের ধারা নিম্নরূপঃ
সম্রাট জহিরউদ্দিন মুহাম্মদ বাবর।
⇓
সম্রাট হুমায়ুন
⇓
সম্রাট আকবর
⇓
সম্রাট জাহাঙ্গীর
⇓
সম্রাট শাহজাহান
⇓
সম্রাট আওরঙ্গজেব
⇓
সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ
মুঘল সম্রাটদের নাম ক্রমানুসারে মনে রাখার টেকনিকঃ বাবার হইল একবার জ্বর সারিলো ঔষধে।
বাবার মানে সম্রাট বাবর
হইল মানে সম্রাট হুমায়ুন
একবার মানে সম্রাট আকবর
জ্বর মানে সম্রাট জাহাঙ্গীর
সারিলো মানে সম্রাট শাহজাহান
ঔষধে মানে সম্রাট আরওঙ্গজেব।
আরও পড়ুনঃ
মুক্তিযুদ্ধে সংগীত শিল্পীদের অবদান সম্পর্কে বিস্তারিত তথ্য
মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি গুলো কি কি
বিশ্বব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়, দপ্তর কোথায়, অঙ্গসংগঠন কয়টি, প্রেসিডেন্ট কে? বিশ্বব্যাংক সম্পর্কিত সকল সাধারন জ্ঞান দেখুন এই পোস্টে।