Site icon

সম্রাট শাহজাহানের ময়ূর সিংহাসন কি?

সম্রাট শাহজাহানের ময়ূর সিংহাসন কি?

সম্রাট শাহজাহানের ময়ূর সিংহাসন কি?

ময়ূর সিংহাসনঃ

ময়ূর সিংহাসন হচ্ছে শাহজাহান কর্তৃক নির্মিত একটি সিংহাসন। যেটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান সিংহাসন। স্বর্ণ, হীরক ও জহরত খচিত। এটি বিখ্যাত স্থপতি বেবাদল খাঁ দীর্ঘ সাত বছর ধরে পরিশ্রম করে নির্মাণ করেন। মুঘল সম্রাট আওরঙ্গজেব এর মৃত্যুর মাধ্যমে মুঘলদের শক্তি হ্রাস পেতে থাকে। ১৭৩৯ সালে পারস্যের নাদির শাহ ভারতে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ভারতে প্রচুর লুটতারাজ করেন। দিল্লি হতে পারস্যে ফিরে যাওয়ার সময় নাদির শাহ ময়ূর সিংহাসনটি পারস্যে নিয়ে যান। ইতিহাসের নানা বাঁক বদলের মাধ্যমে সিংহাসনটি বর্তমানে লন্ডনে সংরক্ষিত রয়েছে।

আরও পড়ুন:

মুজিবনগর সরকারের চারটি অবদান

পাহাড়পুর বৌদ্ধ বিহার কে আবিষ্কার করেন? পাহাড়পুর সম্পর্কে বিস্তারিত।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সংগীত শিল্পীদের অবদান

মহাস্থানগড় সম্পর্কে ১০ টি বাক্য

৫ জন বুদ্ধিজীবীর নাম।

অপারেশন সার্চলাইটের নৃশংস হত্যাকান্ডের খবর বিশ্বে কীভাবে ছড়িয়েছিল।

সাইমন ড্রিং এর মুক্তিযুদ্ধে অবদান

Exit mobile version