ইউক্রেনের রাজধানীর নাম কি

Table of Contents

ইউক্রেনের রাজধানীর নাম কি

ইউক্রেনের রাজধানী কিয়েভ।

ইউক্রেনের রাজধানীর নাম কি
ইউক্রেনের মানচিত্র

ইউক্রেনঃ 

ইউক্রেন পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র যা আয়তনে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ। ৬ লক্ষ বর্গ কিলোমিটারের দেশটিতে প্রায় ৪ কোটি লোকের বসবাস। ইউক্রেনের রাজধানী ক্রিয়েভ এটি ইউক্রেনের বৃহত্তম শহর। ইউক্রেন বিস্তীর্ণ সমভূমি ও মালভূমি দ্বারা গঠিত। যার ফলে ইউক্রেন প্রায় ৪ কোটি ২০ লাখ ‍হেক্টর কৃষি জমি রয়েছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে ইউক্রেন কৃষি কাজ পরিচালনা করে। একসময় ইউক্রেন রাশিয়ার শস্য ভান্ডার হিসেবে পরিচিত ছিল।

 ইউক্রেন প্রাচীন স্কিথিয়ার অংশ ছিল। পরবর্তীতে কিয়েভান রাশরা শক্তিশালী ইউক্রেন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। ত্রয়োদশ শতকে মঙ্গোল আক্রমনে ইউক্রেন রাষ্ট্রটি ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে সপ্তদশ শতাব্দীতে ইউক্রেনে রুশ শাসন প্রতিষ্ঠিত হয় এবং দীর্ঘসময় রুশ সাম্রাজ্যের অধীনে ছিল। ১৯১৮ সালে ইউক্রেনে বলশেভিক সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়। ১৯৯১ সালের ২৪ আগস্ট ইউক্রেন সোভিয়েত হউনিয়ন হতে স্বধীনতা ঘোষণা করে। ইউক্রেনে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরিচালিত। বর্তমানে ভলোদিমির জেলনিস্কি ইউক্রেনের রাষ্ট্রপতি।

ইউক্রেনের ভাষার নাম কি?

ইউক্রেনের প্রায় ৭০% জনগন ইউক্রেনীয় ভাষায় কথা বলে। এছাড়াও ইউক্রেনে রুশ ভাষা-ভাষী জনগনের সংখ্যা প্রায় ১ কোটি।

ইউক্রেন এর প্রধান ধর্ম কি?

অর্থোডক্স খ্রিস্টান।

ইউক্রেন কি মুসলিম দেশ?

না। ইউক্রেন একটি খ্রিস্টান রাষ্ট্র। ইসলাম ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম ধর্ম।

ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?

ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের সমুদ্র বন্দর কয়টি?

ইউক্রেনের ১৮টি সমুদ্র বন্দর রয়েছ।

ইউক্রেন কোন দেশের অন্তর্ভুক্ত ছিল?

১৮ শতক হতে ১৯৯১ সাল পর্যন্ত ইউক্রেন রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল

ইউক্রেনের রাজধানী ও মুদ্রার নাম কি?

রাজধানী কিয়েভ, মুদ্রা রিভনিয়া ।

ইউক্রেনের ভেরখোভনা রাদা কি?

ইউক্রেনের পার্লামেন্ট এর নাম।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সীমান্ত রেখার নাম কি?

কার্জন লাইন 

ইউক্রেন কে রুটির ঝুড়ি বলা হয় কেন?

ইউক্রেন বিশ্বের সর্বাধিক গম উৎপাদনকারী রাষ্ট্র। এ জন্য ইউক্রেনকে বিশ্বের রুটির ঝুড়ি বলা হয়ে থাকে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয় কবে?

২০২২ সালের ১৪ই ফেব্রয়ারি।

আরও পড়ুন:

মাদার তেরেসা সম্পর্কে ১০ টি বাক্য

সাইমন ড্রিং কোন দেশের নাগরিক

সাইমন ড্রিং এর পরিচয়।

সাইমন ড্রিং এর মুক্তিযুদ্ধে অবদান

মুক্তিযুদ্ধে জর্জ হ্যারিসনের অবদান।

 

Scroll to Top
Verified by MonsterInsights