ময়ূর সিংহাসন বর্তমানে কোথায় আছে?

মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত ময়ূর সিংহাসন দুনিয়ার সবচেয়ে দামী সিংহাসন। সম্রাজ শাহজাহানের সিংহাসনে বসার ৮তম বছরে এই সিংহাসনটি উদ্ধোধন করা হয়।  স্থপতি বেবাদল খাঁর তত্ত্বাবধানে দীর্ঘ ৮ বছরে তখনকার প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সিংহাসনটি নির্মান করা হয়। এই হীরাতে দুর্লভ সব মণি-মুক্তা, চুন্নি-পান্না, হীরা-জহরত ব্যবহার করা হয়েছিল। 

ময়ূর সিংহাসন বর্তমানে কোথায় আছে?
ময়ূর সিংহাসন

ময়ূর সিংহাসন বর্তমানে কোথায় আছে?

১৭৯৩ সালে পারস্যের নাদির শাহ দিল্লিতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কলে তিনি ভারত হতে অনেক ধন-রত্নের সাথে মহামূল্যবান ময়ূর সিংহাসন এবং কোহিনুর হীরা নিয়ে যান। ময়ূর সিংহাসনটি বর্তমানে পারস্যে রয়েছে।

আরও পড়ুন:

প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ৫টি উপায়

শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে ১০ টি বাক্য

মুজিবনগর সরকারের সদস্য ছিলেন কে কে এ সম্পর্কে বিস্তারিত।

অপারেশন সার্চলাইট এর নীল নকশা কে তৈরি করেন। অপারেশন সার্চলাইট সম্পর্কে বিস্তারিত।

সাইমন ড্রিং এর মুক্তিযুদ্ধে অবদান

 

Scroll to Top
Verified by MonsterInsights