সম্রাট শাহজাহানের পিতার নাম কি?

সম্রাট শাহজাহানের পরিচয়ঃ

“শাহজাহান” নামটি ফার্সি শব্দ হতে নেয়া হয়েছে যার অর্থ “পৃথিবীর সম্রাট”। সম্রাট শাহজাহানের প্রকৃত নাম শাহবুদ্দিন মুহম্মদ খুররাম। সম্রাট শাহজাহানের জন্ম ১৫৯২ খ্রিঃ এবং মৃত্যু ১৬৬৬ খ্রিঃ। শাহজাহান ১৬২৮ খ্রিঃ হতে ১৬৫৮ খ্রিঃ পর্যন্ত ভারতের মুঘল সম্রাট হিসেবে ক্ষমতায় ছিলেন। এই সম্রাটের আমলে মুঘল স্থাপত্য গৌরবে শীর্ষ উপনীত হয়। সম্রাট শাহজাহান “তাজমহল” এবং “লালকেল্লা” “দিল্লির শাহজাহানবাদ শহর” দেওয়ান-ই-আম” “দেওয়ান-ই-খাস” “শালিমার গার্ডেন, লাহোর” “মতি মসজিদ” লাহোর, “ময়ূর সিংহাসন” সহ আরো অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের কারণে তাঁকে ‘Prince of Builders’ উপাধিতে ভূষিত হন।

সম্রাট শাহজাহানের পিতার নামঃ

সম্রাট শাহজাহানের পিতার নাম সম্রাট জাহাঙ্গীর।

Scroll to Top
Verified by MonsterInsights