বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি

বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে গারো পাহাড়।

এই পাহাড়টি ভারতের মেঘালয় র গারো-খাসিয়া পর্বতের অংশ। এর বিস্তৃতি ভারতের আসাম এবং বাংলাদেশের ময়মনসিংহ, শেরপুর ও সুনামগঞ্জ জেলা পর্যন্ত। গারো উপজাতিদের প্রধান আবাসস্থল এই গারো পাহাড়।

বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি
বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি

গারো পাহাড় ঘন জঙ্গলে আচ্ছাদিত এবং এই জঙ্গল সরকারি বন বিভাগের অধীন সংরক্ষিত। এই বনে প্রচুর শাল গাছ এবং বাঁশ জন্মায়। এখানে নানা প্রকার বন্য জীব জন্তু রয়েছে। এখানে ধান চাষও হয়। নক্রেক (Nokrek) হচ্ছে গারো পাহাড়ের সর্বোচ্চ উঁচু স্থানের নাম।

বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি
বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি

 গারো পাহাড়ের উচ্চতা ৪৬৫২ ফুট বা ১৪১৭ মিটার।

(প্রিয়া দর্শক, আমাদের অনেক ওয়েবসাইট, ব্লগসাইট ও সাধারন জ্ঞানের পুস্তকে বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম তাজিনডং (বিজয়) এর নাম উল্লেখ করে থাকেন। সত্যিকার অর্থে এটি ভূল তথ্য ছড়ানো হচ্ছে।)

আরও পড়ুন:

মুজিবনগর সরকারের চারটি অবদান

পাহাড়পুর বৌদ্ধ বিহার কে আবিষ্কার করেন? পাহাড়পুর সম্পর্কে বিস্তারিত।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সংগীত শিল্পীদের অবদান

পাহাড়পুর সম্পর্কে ১০টি বাক্য

মহাস্থানগড় সম্পর্কে ৫ টি বাক্য

সাইবার অপরাধ প্রতিরোধের ১০ টি উপায়

৫ জন বুদ্ধিজীবীর নাম।
Scroll to Top
Verified by MonsterInsights