কয়টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয়

প্রিয় দর্শক, কয়টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয় এই পোস্টে আপনাকে স্বাগতম। এই পোস্টে কয়টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল, যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ও প্রতীক, যুক্তফ্রন্ট নির্বাচনের ফলাফল সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আর্টিকেলটি ধের্য্যসহকারে পড়ার অনুরোধ রইল।

পাকিস্তানের শোষন ও বৈষমের বিরুদ্ধে পূর্ব বাংলায় একটি রাজনৈতিক সমঝোতা হয়। পশ্চিমের বিরুদ্ধে পূর্বের রাজনৈতিক দলগুলো একতাবদ্ধ হওয়ার তাগিদ অনুভব করে। এই রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দেন মাাওলানা আব্দুল হামিদ খান ভাসানি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হকের মতো বর্ষীয়ান নেতৃবৃন্দ।

কয়টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয়|:

১৯৫৩ সালে পূর্ববঙ্গে মুসলিম লীগের শাসন ও শোসনের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল একতাবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। ফলশ্রুতিতে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর পূর্ববঙ্গের সম্পূর্ণ ভিন্ন ধারার ৫টি (পাঁচটি) রাজনৈতিক দল একত্রিত হয়ে যুক্তফ্রন্ট গঠন করে। যুক্তফ্রন্টের রাজনৈতিক দল গুলো হলো

      • মাওলানা ভাসানি ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ

      • শেরে বাংলা একে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি

      • হাজী দানেশ ও মাহমুদ আলী সিলেটির নেতৃত্বে বামপন্থী গনতন্ত্রী দল 

      • মাওলানা আতাহার আলীর নেতৃত্বে নেজামে ইসলাম ও 

      • আবুল হাশিমের নেতৃত্বে খিলাফতে রব্বানী পার্টি।

যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ও প্রতীকঃ

১৯৫৪ এর পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের নির্বাচনকে যুক্তফ্রন্ট নির্বাচন হিসেবে আখ্যা দেয়া হয়। এই নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট ২১ দফা নির্বাচনী ইশতেহার প্রচার করে। বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষা করা, পূর্ব বাংলার স্বায়ত্তশাসন, পূর্ব বাংলার জমিদারি প্রথা উচ্ছেদ, কৃষি ও শিল্পে স্বয়ংসম্পূর্ণ করা, পাবলিক বিশ্ববিদ্যালয়কে অধিক স্বায়ত্তশাসনের ক্ষমতা দেয়া, শাসন ব্যয় কমানো দুর্নীতি বন্ধ, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা, একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটি হিসেবে ঘোষনা করাসহ আরো একাধিক দাবি নিয়ে যুক্তফ্রন্ট নির্বাচনী ইশতেহার প্রচার করে।

যুক্তফ্রন্ট নির্বাচন ও ফলাফলঃ

১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট পূর্ব বাংলার গণ মানুষের দল হিসেবে আবির্ভূত হয়। নির্বাচনী প্রচারে মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী শেরে বাংলা একে ফজলুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে। ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট মোট ২২৩ আসন পেয়ে সরকার গঠন করে। ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হন। কিন্তু মাত্র ৫৬ দিনের মাথায় যুক্তফ্রন্ট সরকার কে ভেঙ্গে দেয় পাকিস্তান প্রশাসন।

আরও পড়ুন:

যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল

১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে এবং দফাগুলো কি কি। বিস্তারিত।

যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল

যুক্তফ্রন্ট কখন গঠিত হয় এবং এর আদ্যোপান্ত।

মুক্তিযুদ্ধে জর্জ হ্যারিসনের অবদান।

মুক্তিযুদ্ধের সময় শরণার্থীরা কোথায় এবং কিভাবে আশ্রয় পেয়েছিল।

 মুক্তিযুদ্ধে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের ভূমিকা বিস্তারিত।
Scroll to Top
Verified by MonsterInsights