সাজেক ভ্যালি কোথায় অবস্থিত?
সাজেক ভ্যালি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র যা রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে অবস্থিত। একে পাহাড়ের রানী হিসেবে অভিহিত করা হয়ে। সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন।সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিনে রাঙামাটির লংগুদ, পূর্বে মিজোরাম এবং পশ্চিমে খাগড়াছাড়ির দীঘিনালা অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1,800 ফুট (550 মিটার) উপরে অবস্থিত।
সাজেক ভ্যালি সম্পর্কিত আরো প্রশ্ন-উত্তর সমূহঃ
প্রশ্নঃ সাজেক ভ্যালি কে কি বলা হয়?
উত্তরঃ সাজেক ভ্যালিকে “রাঙামাটির ছাদ” এবং “পাহাড়ের রানী” বলা হয়।
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন কোনটি?
উত্তরঃ সাজেক ইউনিয়ন, রাঙামাটি জেলা।
প্রশ্নঃ সাজেক ইউনিয়ন এর আয়তন কত?
উত্তরঃ বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক। সাজেক ইউনিয়ন এর আয়তন ৪,৩৭,৭৬০ একর (১৭৭১.৫৫ বর্গ কিলোমিটার।
প্রশ্নঃ সাজেক নামের অর্থ কি?
উত্তরঃ সাজেক ভ্যালি বাংলাদেশের প্রসিদ্ধ একটি পর্যটন স্পট। সাজেক নদী থেকে সাজেক নামটি এসেছে। সাজেক হচ্ছে পাহাড়ের রানী। একে রাঙামাটির ছাদ বলা হয়।
প্রশ্নঃ সাজেক ভ্যালি পাহাড়ের উচ্চতা কত?
এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1,800 ফুট (550 মিটার) উপরে অবস্থিত।
প্রশ্নঃ সাজেক কোন বিভাগে অবস্থিত?
উত্তরঃ চট্রগ্রাম বিভাগে অবস্থিত।
প্রশ্নঃচট্টগ্রাম থেকে সাজেক কত কিলোমিটার?
উত্তরঃ ১৭০ কিলোমিটার।