শহীদ মিনার বাঙালি জাতিসত্তার প্রতীক। শহীদ মিনার আমাদের গৌরব ও অহংকারের প্রতীক। শহদি মিনার বাঙালিদের ভাষার জন্য সংগ্রামের প্রতীক। শহীদ মিনার অন্যায় শাসন ও শোসন অবসানের সংগ্রামের প্রতীক। শহীদ মিনার অর্থনৈতিক ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার প্রতীক। শহীদ মিনার অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। শহীদ মিনার ভাষা শহীদ আবুল বরকত, সালাম, জব্বার, রফিক এর বাংলা ভাষার জন্য আত্ম-দানের প্রতীক। শহীদ মিনার সকল প্রকার ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। শহীদ মিনার সারাবিশ্বের সকল মাতৃভাষার প্রতীক। শহীদ মিনার জাতী, ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণী বৈষম্যহীনতার প্রতীক।
আকৃতিগতভাবে শহীদ মিনারের একটি প্রতীকি অর্থ আছে। শহীদ মিনারের পাঁচটি স্তম্ভ আছে। মাঝের উঁচু স্তম্ভটি যেন মা এবং দুই পাশের দুটি স্তম্ভ যেন দুটি সন্তান । আর মা যেন দুটি সন্তানকে আগলে রেখেছেন। শহীদ মিনারের পেছনে যে লাল বৃত্ত তা ভাষাশহীদ আবুল বরকত, সালাম, রফিক এর মাতৃভাষার জন্য জীবন উৎসর্গের প্রতীক।
শহীদ মিনার সম্পর্কিত প্রশ্নাবলিঃ
প্রশ্নঃ জাতীয় শহীদ মিনারের উচ্চতা কত?
উত্তরঃ ১৪ মিটার বা ৪৬ ফুট।
প্রশ্নঃ কত সালে এবং কত তারিখে প্রথম শহীদ মিনার নির্মিত হয়?
উত্তরঃ ১৯৫২ সালের ২৩ শে ফেব্রুয়ারি।
প্রশ্নঃ শহীদ মিনারের ডিজাইনার কে ছিলেন?
উত্তরঃ স্থপতি হামিদুর রহমান।
প্রশ্নঃ প্রথম নির্মিত শহীদ মিনারটি উদ্বোধন করেন কে?
উত্তরঃ শহীদ শফিউর রহমানের পিতা মৌলভি মাহবুবুর রহমান ১৯৫২ সালের ২৪শে ফেব্রুয়ারি।
প্রশ্নঃ শহীদ মিনারের স্তম্ভ কয়টি ?
উত্তরঃ পাঁচটি।
প্রশ্নঃ প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ১৯৫২ সালের ২৪শে ফেব্রুয়ারি।
প্রশ্নঃ শহীদ মিনারের স্থাপিত কে?
উত্তরঃ হামিদুর রহমান।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধের সেক্টর কয়টি ও কি কি ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে এবং দফাগুলো কি কি। বিস্তারিত। যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল মুজিবনগর সরকারের চারটি অবদান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সংগীত শিল্পীদের অবদান