যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল

প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম। পূর্ব পাকিস্তানে বৈষম্যের নীতির কারনে পূর্ব বাংলায় রাজনৈতিক ঐক্য পরিলক্ষিত হয়। ১৯৫৪ সালের আসন্ন পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ প্রাদেশিক নির্বাচনে মসলিম লীগকে বাংলার ক্ষমতা থেকে বিতাড়িত করার জন্য পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলো ঐকের ডাক দেয়। সকল বিরোধী মনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে যুক্তফ্রন্ট গঠন করে। তৎকালীন বাংলার মানুষের আশা-আকাঙ্খার প্রাণের স্পন্দন এ পরিনত হয় এ যুক্তফ্রন্ট। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা, প্রাাদেশিক স্বয়ত্ত্বশাসন যুক্তফ্রন্টের প্রধান নির্বাচনী ইশতেহার।

যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল

১৯৪৭ বৃটিশ সরকার লাহোর প্রস্তাবের ভিত্তিতে ভারত ভাগ করেন। এতে ভারত ও পাকিস্তান নামক ‍দুটি আলাদা স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়। পূর্ব বাংলা পশ্চিম পাকিস্তানের অন্তর্ভূক্ত হয়। স্বাধীন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই পশ্চিম পাকিস্তানের ক্ষমতালিপ্সু মনোভাবে পূর্ব বাংলার রাজনীতিতে বাঙালি জাতীয়তার উদ্ভব ঘটে। এদিকে ১৯৫১ সালে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচন হওয়ার কথা থাকলেও কয়েক ধাপে তা পিছিয়ে দেয়া হয়। কয়েক ধাপে নির্বাচন পিছিয়ে দেয়া ক্ষমতাসীন মুসলিম লীগের ক্ষমতালোভী অভিসন্ধির প্রমাণ দেয়। বায়ান্নর ভাষা আন্দোলন, পশ্চিমের সরকার কর্তৃক পাট, লবন, ও কুটিরশিল্প ধ্বংস, এবং অর্থনৈতিক বৈষম্য ও রাজনৈতিক বঞ্চনার কারনে পূর্ব বাংলার আঞ্চলিক রাজনৈতিক দলগুলো একত্রিত হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে। আসন্ন নির্বাচনে মুসলীম লীগের বিরুদ্ধে বিজয়ের লক্ষে ১৯৫৩ সালের ১৪ই নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিলে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর মাওলানা ভাসানির আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলা একে ফজলুল হকের  কৃষক প্রজা পার্টি,হাজী মোহাম্মদ দানেশ ও মাহমুদ আলী সিলেটির বামপন্ত্রী গণতান্ত্রিক দল এবং পাকিস্তান পন্থী গনতান্ত্রিক দল ও মাওলানা আতাহার আলীর নেজামে ইসলামী এর সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।

যুক্তফ্রন্ট নির্বাচনঃ

পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও বাংলা ভাষাকে পূর্ব বাংলার রাষ্ট্রভাষা সহ মোট ২১টি দফা নিয়ে যুক্তফ্রন্ট নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। নির্বাচনে মুসলিম লীগের বিরুদ্ধে জয়লাভ কর যুক্তফ্রন্টের প্রধান উদ্দেশ্য।নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। অপরদিকে মুসলিম লীগের নির্বাচনী প্রতীক হ্যারিকনে। তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য বাংলার সর্বস্তরের জনগনকে ভোটদানে উদ্বুদ্ধ করে। নির্বাচনে যুক্তফ্রন্ট ‍ভূমিধ্বস বিজয় লাভ করে। পূর্ব বাংলার ২৩৭টি মুসলিম আসনের (সর্বমোট আসন৩০৯টি ) মধ্যে ২১৫ টি আসনে বিজয় লাভ করে। পরে স্বতন্ত্র থেকে ৮ জন যুক্তফ্রন্টে যোগ দেয়। এই মিলে যুক্তফ্রন্ট মোট ২২৩টি আসন পেয়ে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে। 

আরও পড়ুনঃ 

যুক্তফ্রন্ট কখন গঠিত হয় এবং এর আদ্যোপান্ত।

জর্জ হ্যারিসন কে ছিলেন এবং মুক্তিযুদ্ধে জর্জ হ্যারিসনের অবদান।

মুক্তিযুদ্ধের সময় বিপুল শরণার্থী কোথায় এবং কিভাবে আশ্রয় পেয়েছিল

যুক্তফ্রন্ট মন্ত্রীসভাঃ

১৯৫৪ সালের ৩ এপ্রিল ১২ জন মন্ত্রীসভার সদস্য নিয়ে যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়। শেরে বাংলা যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হন। পাকিস্তানি শাসকগোষ্ঠীর চক্রান্তের কারনে ১৯৫৪ সালের ২৯ মে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করা হয়। যুক্তফ্রন্ট সরকার মাত্র ৫৬ দিন ক্ষমতায় টিকে ছিল। 

আরো পড়ুনঃ

মুক্তিযুদ্ধে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের ভূমিকা বিস্তারিত দেখুন

মুক্তিযুদ্ধে সংগীত শিল্পীদের অবদান

মুজিবনগর সরকারের চারটি অবদান

সাইবার অপরাধ গুলো কি কি

সাইবার অপরাধ প্রতিরোধের ১০ টি উপায়

৫ জন বুদ্ধিজীবীর নাম।
Scroll to Top
Verified by MonsterInsights