যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল

যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীকঃ

যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। অপরদিকে মুসলিম লীগের নির্বাচনী প্রতীক ছিল হ্যারিকেন। এ নির্বাচনে যুক্তফ্রন্ট ২১ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করে।

১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনঃ

১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষনা করে। এ নির্বাচনে যুক্তফ্রন্ট পূর্ব বাংলার গণ মানুষের দল হিসেবে আবির্ভূত হয়। ১৯৫৪ সালের ৮-১২ই মার্চ পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে যুক্তফ্রন্ট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পূর্বা বাংলার প্রাদেশিক পরিষদের মোট আসন ছিল ৩০৯টি। তার মধ্যে মুসলিম আসন ছিল ২৩৭টি। তার মধ্যে যুক্তফ্রন্ট ২১৫টি আসনে জয়লাভ করে। স্বতন্ত্র থেকে নির্বাচিত ৮ জন সংসদ যুক্তফ্রন্টে যোগদেয়। ফলে যুক্তফ্রন্টের মোট আসন হয় ২২৩টি। মাওলানা ভাসানির আওয়ামী মুসলিম লীগ পায় ১৪৩টি আসন, শেরে বাংলা একে ফজলুল হকে কৃষক শ্রমিক পাটি পায় ৪৬টি, নেজামি ইসলামি ২১টি, গনতন্ত্রী দল ১৩টি আসনে জয়লাভ করে। অপরদিকে ক্ষমতাসীন মুসলিম লীগ মাত্র ৯টি আসন পায় এ নির্বাচনে। যুক্তফ্রন্টের পক্ষ থেকে  শেরে বাংলা একে ফজলুল হক পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। মন্ত্রিসভার সদস্য ছিল মোট ১২ জন। এ মন্ত্রিসভা মাত্র ৫৬ দিন ক্ষমতায় ছিল। 

আরও পড়ুন:

মুজিবনগর সরকারের চারটি অবদান

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সংগীত শিল্পীদের অবদান

৫ জন বুদ্ধিজীবীর নাম।

জাতীয় চার নেতার নাম ও পদবী

অপারেশন সার্চলাইট এর নীল নকশা কে তৈরি করেন। অপারেশন সার্চলাইট সম্পর্কে বিস্তারিত।
Scroll to Top
Verified by MonsterInsights