মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি ও কি কি

মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি ও কি কি

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য বীরত্বের স্বীকৃতি হিসেবে মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করা হয়। মু্ক্তিযদ্ধে বীরত্বসূচক উপাধি মোট চারটি। 

১৯৭৩ সালের ১৫ই ডিসেম্বর ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়।

১। বীরশ্রেষ্ঠ-৭ জন।

২। বীরউত্তম-৬৮ জন।

৩। বীরবিক্রম-১৭৫ জন।

৪। বীরপ্রতীক-৪২৬ জন।

অপারেশন সার্চলাইটের নৃশংস হত্যাকান্ডের খবর বিশ্বে কীভাবে ছড়িয়েছিল।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা প্রদানের ব্যবস্থা আছে। যেসব মুক্তিযোদ্ধা শাহাদত বরন করেছেন তাদের পরিবারকে এককালীন ও মাসিক ভাতা দেয়া হয়।

সম্পর্কিত প্রশ্নাবলীঃ

বীর প্রতীক খেতাব প্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধার নাম কি?

তারামন বিবি।

মুক্তিযোদ্ধা বীরত্বের তালিকায় মোসাম্মাৎ তারামন বেগম যিনি তারামন বিবি নামে পরিচিত তার সিরিয়াল নম্বর ৩৯৪। তারামন বিবি ১১ নং সেক্টরে কর্নেল আবু তাহেরের নেতৃত্বে ‍যুদ্ধ করেন। তারামন বিবিকে নিয়ে আনিসুল হক লেখেন, “বীর প্রতীকের খোঁজে” বই। তারামন বিবি ২০১৮ সালের ১ ডিসেম্বর মারা যান।

ডা. সেতারা বেগম কত নং সেক্টরে যুদ্ধ করেন?

২ নং সেক্টরে।

মুক্তিবেটি নামে পরিচিত কাঁকন বিবি কোন সম্প্রদায়ের?

খাসিয়া সম্প্রদায়ের।

কাঁকন বিবির বাড়ি কোন জেলায়?

সিলেট জেলায়।

কাঁকন বিবি কত নং সেক্টরে যুদ্ধ করেছিলেন?

৫ নং সেক্টরে।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত জন?

৬৭৬ জন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত নারী বীর প্রতীক কতজন?

২জন নারী। 

আরও পড়ুন:
মুজিবনগর সরকারের চারটি অবদান
পাহাড়পুর বৌদ্ধ বিহার কে আবিষ্কার করেন? পাহাড়পুর সম্পর্কে বিস্তারিত।
সাইবার অপরাধ গুলো কি কি
সাইবার অপরাধ প্রতিরোধের ১০ টি উপায়
৫ জন বুদ্ধিজীবীর নাম।
Scroll to Top
Verified by MonsterInsights