ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন

ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন

উত্তরঃ সম্রাট শাহজাহান।

ব্যাখ্যাঃ

ভারতের বিখ্যাত ময়ূর সিংহাসনটি সম্রাট শাহজাহান নির্মাণ করেন। এটি এযাবৎকাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে জঁমকালো ও দামী সিংহাসন। ১৬২৮ খ্রিঃ হতে ১৬৩৫ খ্রিঃ পর্যন্ত মোট আট (০৮)  বছর ধরে পারস্যের বিখ্যাত স্থপতি বেবাদল খাঁ ঈসা’র নিবির তত্ত্বাবধানে ময়ূর সিংহাসনটি নির্মাণ করা হয়। এ সিংহাসন নির্মানে বিশ্বের দূর্লভ এবং দামী সব অলংকারে সিংহাসনটি নির্মিত। সম্রাট শাহজাহানের সিংহাসনে বসার আট বছর পূর্তি উপলক্ষে সিংহাসনটি উদ্বোধন করা হয়। অত্যন্ত সুনিপুন দক্ষতা এবং বিশ্বের সব মূল্যবান ও দুর্লভ স্বণ, হীরক দিয়ে সিংহাসনটি নির্মাণ করা হয়। বিখ্যাত স্থপতি বেবাদল খাঁ এর তত্ত্বাবধানে সিংহাসনটি তৈরি করা হয়।

 

আরও পড়ুন:

মুজিবনগর সরকারের চারটি অবদান

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সংগীত শিল্পীদের অবদান

পাহাড়পুর সম্পর্কে ১০টি বাক্য

সাইবার অপরাধ গুলো কি কি

মহাস্থানগড় সম্পর্কে ১০ টি বাক্য

সাইবার অপরাধ প্রতিরোধের ১০ টি উপায়

৫ জন বুদ্ধিজীবীর নাম।

প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ৫টি উপায়

মুজিবনগর সরকারের সদস্য ছিলেন কে কে এ সম্পর্কে বিস্তারিত।

জাতীয় চার নেতার নাম ও পদবী
Scroll to Top
Verified by MonsterInsights