বিশ্বব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়, দপ্তর কোথায়, অঙ্গসংগঠন কয়টি, প্রেসিডেন্ট কে? বিশ্বব্যাংক সম্পর্কিত সকল সাধারন জ্ঞান দেখুন এই পোস্টে।

বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?

১৯৪৪ সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক স্থানে এক বৈশ্বিক সম্মেলনে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।

বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?

ওয়াশিংটন ডি.সি,. মার্কিন যুক্তরাষ্ট্র।

বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন কয়টি ও কি কি?

বিশ্বব্যাংকের অঙ্গসংগঠন পাঁচ (০৫) টি। 

বিশ্বব্যাংকের পাঁচটি অঙ্গসংগঠনের নামঃ

১। IBRD (International Bank for Reconstruction and Development) যা আন্তর্জাতিক পনর্গঠন ও উন্নয়ন ব্যাংক। এই IBRD বিশ্বব্যাংক গ্রুপের প্রধান সংস্থা। 

২। IDA (International Development Association)  আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। 

৩। IFC  ( International Finance Corporation) একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা উন্নয়নশীল দেশ সমূহকে বেসরকারী পর্যায়ে উন্নয়ন, সম্পদ ব্যবস্থাপনা ও বিনিয়োগ ও পরামর্শ দিয়ে থাকে। 

৪। MIGA (Multilateral Investment Guarantee Agency) বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা। 

৫। ICSID (International Centre for Settlement of Investment Disputes) বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক কেন্দ্র

বিশ্বব্যাংক সর্বপ্রথম কোন দেশকে ঋণ দেয়?

ফ্রান্সকে। 

মার্শাল পরিকল্পনা কত সালে গৃহীত হয়?

১৯৪৭ সালে।

মন্ট্রিল প্রটোকলের লক্ষ্য কি?

ওজোন স্তরের ক্ষয় রোধ করা। 

“বিশ্ব উন্নয়ন প্রতিবেদন”  (world development report) প্রকাশ করে কোন সংস্থা?

বিশ্বব্যাংক (বিশ্বব্যাংকের প্রধান অঙ্গসংগঠন International Bank for Reconstruction and Development (IBRD) “বিশ্ব উন্নয়ন প্রতিবেদন” রিপোর্ট প্রকাশ করে। 

কোন আন্তর্জাতিক সংস্থা SOFT LOAN WINDOW নামে পরিচিত?

আইডিএ (International Development Association)।

বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে ২০২৪?

অজয় বাঙ্গা।

বিশ্বব্যাংকের কার্যক্রম শুরু হয় কত সালে?

১৯৪৬ সালের ২৫ মে ‍জুন।

ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে কতটি দেশ?

২৯টি দেশ।

বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহার করা একমাত্র দেশ কোনটি?

কিউবা। 

মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয় কত সালে?

১৯৮৭ সালে।

আইডিএ (IDA) কত সালে গঠিত হয়?

১৯৬০ সালে।

বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি?

৬টি।

বিশ্ব ব্যাংকের কার্যনির্বাহী সদস্য কতজন?

২৪ জন।

বিশ্বব্যাংকের অপর নাম  কি?

ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট।

আরও পড়ুন:

মুক্তিযুদ্ধে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের ভূমিকা বিস্তারিত।

মুক্তিযুদ্ধে সংগীত শিল্পীদের অবদান সম্পর্কে বিস্তারিত তথ্য দেখুন এই পোস্টে।

যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল

মুজিবনগর সরকারের সদস্য ছিলেন কে কে এ সম্পর্কে বিস্তারিত।

জাতীয় চার নেতার নাম ও পদবী

অপারেশন সার্চলাইটের নৃশংস হত্যাকান্ডের খবর বিশ্বে কীভাবে ছড়িয়েছিল।

সাইমন ড্রিং এর পরিচয়।

 

Scroll to Top
Verified by MonsterInsights