Table of Contents
পাহাড়ঃ
পাহাড় হচ্ছে সমুদ্রতল থেকে ৬০০-১০০০ মিটার উচ্চতা যুক্ত, কম এলাকা জুড়ে বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূ-ভাগ কেই বলা হয় পাহাড়। পাহাড়ের ওপর কখনো বরফ জমে না। এর চূড়া তেমন সূচালো বা খাড়া হয় না।
বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়ঃ
বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়ের নাম “দুমেলাং” পাহাড় যা রাঙামাটি জেলায় অবস্থিত। “দুমেলাং পাহাড়ের উচ্চতা ৩৩১৪ ফুট। দুমেলাং পাহাড়টি কেওক্রাডং পাহাড় থেকেও উঁচু। কেওক্রাডং পাহাড়ের উচ্চতা ৩১৭২ ফুট। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের নাম “সাকা হাফং”। “সাকা হাফং” এর উচ্চতা ৩৪৮৮ ফুট। কিন্তু সরকারি ভাবে বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড়ের নাম “তাজিংডং”।
আরও পড়ুন মুজিবনগর সরকারের চারটি অবদান পাহাড়পুর বৌদ্ধ বিহার কে আবিষ্কার করেন? পাহাড়পুর সম্পর্কে বিস্তারিত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সংগীত শিল্পীদের অবদান সাইবার অপরাধ গুলো কি কি সাইবার অপরাধ প্রতিরোধের ১০ টি উপায়