Site icon

বাংলাদেশের জাতীয় গাছের নাম কি এবং আমগাছের বিভিন্ন উপকারী দিক সম্পর্কে জানুন এই পোস্টে।

বাংলাদেশের জাতীয় গাছের নাম কি এবং আমগাছের বিভিন্ন উপকারী দিক সম্পর্কে জানুন এই পোস্টে।

বাংলাদেশের জাতীয় গাছের নাম কি এবং আমগাছের বিভিন্ন উপকারী দিক সম্পর্কে জানুন এই পোস্টে।

অর্থাৎ আমগাছ বাংলাদেশের জাতীয় বৃক্ষ।আম গাছের বৈজ্ঞানিক নাম Mangifera indica. আম গাছ শুধুমাত্র তার সুস্বাদু ফলের জন্যই যে মূল্যবান তা কিন্তু নয় বরং আম গাছের অনেক ঔষধি গুনও রয়েছে। আমের আদি উৎস  ভারতীয় উপমহাদেশেই। আমের যে ইংরেজি প্রতিশব্দ “Mango” তার উৎপত্তিও ভারতীয় শব্দ থেকে। তামিল শব্দ “ম্যানকেই” হতে পর্তুগিজরা “ম্যাংগা” শব্দটি গ্রহণ করে এবং ১৫-১৬ শতকে বৃটিশদের হাতে তা ম্যাংগো হয়ে যায় । আম এমন একটি ফল যার জন্ম এশিয়াতে হলেও এর ব্যপ্তি সারাবিশ্ব জুড়ে বিদ্যমান। তবে ভারতে সবেচেয়ে বেশি আম উৎপন্ন হয়। গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া আম গাছের বৃদ্ধির জন্য সহায়ক। পৃথিবীতে শত শত বছর যাবৎ আমের বানিজ্যিক চাষাবাদ হচ্ছে। পৃথিবীর তিনটি দেশে তথা ভারত, ফিলিপাইন  এবং পাকিস্তানের জাতীয় ফল হচ্ছে আম। বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম গাছ। পৃথিবীতে অনেক প্রজাতির আম গাছ রয়েছে এবং বিভিন্ন জাতের আম স্বাদেও ভিন্ন। 

Table of Contents

আম গাছের অনেক উপকারিতা রয়েছে।

আমের পাতায় বিভিন্ন খনিজ উপাদান রয়েছে। এর মধ্যে ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট, এনজাইম  রয়েছে। আমের পাতা ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রনে কাজ করে। মুখের বিভিন্ন দাগ দূর করে। কিডনি সুরক্ষায় আমপাতার কার্যকারিতা রয়েছে। ঠান্ডা, শ্বাসকষ্ট কিংবা হাঁপানির ক্ষেত্রে আমপাতা দিয়ে পানি ফুটিয়ে ঠান্ডা করে মধু মিশিয়ে খেলে ভালো ফল দেয়। আমপাতা হেঁচকি ওঠা বন্ধ করে। 

আরও পড়ুন:

মুক্তিযুদ্ধের সেক্টর কয়টি ও কি কি

বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা কোনটি

প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কত নং অনুচ্ছেদ উল্লেখ আছে

বাদশা নাজ্জাশীর দরবারে মুসলমানদের পক্ষে কে প্রথম বক্তব্য উপস্থাপন করেন

কত সাল থেকে ২১ শে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস’ হিসেবে পালিত হয়

বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি

কয়টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয়

যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল

১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে এবং দফাগুলো কি কি। বিস্তারিত।

যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল
Exit mobile version