বাংলাদেশের এভারেস্ট বিজয় সম্পর্কিত সকল তথ্য দেখুন

Table of Contents

প্রশ্নঃ বাংলাদেশের কোন দিকে হিমালয় পর্বত অবস্থিত?

দক্ষিণ দিকে

প্রশ্নঃ মাউন্ট এভারেস্ট পর্বত কোথায় অবস্থিত?

এভারেস্ট পর্বত হিমালয়ের চূড়ায় অবস্থিত। এটি নেপাল ও তিব্বতের সীমান্তে অবস্থিত।

প্রশ্নঃ এভারেস্ট এর বাংলা অর্থ কি?

এটি একটি বিশেষ্য পদ। যার অর্থ হিমালয় পর্বতের উচ্চতম শৃঙ্গ।

প্রশ্নঃ হিমালয় পর্বত কি নামে পরিচিত?

গ্রেট হিমালয়

প্রশ্নঃ তিব্বত মালভূমি কে কি বলা হয়?

তিব্বতীয় মালভূমি চীনে ছিংহাই-তিব্বত মালভূমি বা কুইং-জ্যাং মালভূমি বা হিমালয় মালভূমি নামেও পরিচিত

প্রশ্নঃ তিব্বত মালভূমির উচ্চতা কত?

13,000 থেকে 15,000 ফুট (4,000 থেকে 5,000 মিটার)

প্রশ্নঃ তিব্বতের রাজধানীর নাম কী?

লাসা

বাংলাদেশের এভারেস্ট বিজয় সম্পর্কিত সকল তথ্য দেখুন
এভারেস্ট

প্রশ্নঃ হিমালয় পর্বতের উচ্চতা কত?

হিমালয় পর্বত সমুদ্রতল থেকে ৮,৮৪৯ মিটার উচ্চতায় অবস্থিত।

প্রশ্নঃ পৃথিবীর ছাদ নামে কে পরিচিত?

পামীর মালভূমি

প্রশ্নঃ পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি?

কিংহাই-তিব্বত মালভূমি

প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে ছোট পর্বত কোনটি?

মাউন্ট উইচেপ্রুফ

প্রশ্নঃ হিমালয় এর অর্থ কি?

 হিমালয় অর্থ “শীতের নিবাস”

প্রশ্নঃ হিমালয় পর্বতশ্রেণী কোথায় অবস্থিত?

নেপাল ও তিব্বতীয় সীমান্তে।

প্রশ্নঃ বর্তমানে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত?

৮,৮৪৯ মিটার

প্রশ্নঃ কৈলাশ পর্বত কোথায় অবস্থিত?

কৈলাশ পর্বত হিমালয় পর্বতমালার একটি অংশ।

প্রশ্নঃ মাউন্ট এভারেস্টের চূড়ায় প্রথম আরোহণ করা হয় কত সালে?

১৯৫৩ খ্রিষ্টাব্দে ২৯ মে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে নেপালের দিক থেকে দক্ষিণ-পূর্ব শৈলশিরা ধরে প্রথম এই শৃঙ্গজয় করেন।

প্রশ্নঃ এভারেস্ট জয়ী প্রথম বাঙালি নাম কি?

বাংলাদেশের এভারেস্ট বিজয় সম্পর্কিত সকল তথ্য দেখুন
এভারেস্ট পর্বত

২০১০ সালের ২৩ মে বাংলাদেশি হিসেবে সর্বপ্রথম মুসা ইব্রাহিমের এভারেস্ট জয় করেন

প্রশ্নঃ পৃথিবীর সর্বোচ্চ স্থান কোনটি?

মাউন্ট এভারেস্টকে সাধারণত পৃথিবীর সর্বোচ্চ পর্বত বলা হয়। এর চূড়া 29,029 ফুট উচ্চতায় অবস্থিত।

প্রশ্নঃ মাউন্ট এভারেস্ট নামকরণ করেন কে?

ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল অ্যান্ড্রু ওয়াহ 1865 সালে 

প্রশ্নঃ এভারেষ্ট ম্যান নামে পরিচিত কে?

রিতা শেরপা

মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি ও কি কি

গ্রামীন ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনুস সম্পর্কিত চাকুরীর পরিক্ষার জন্য সকল গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর পাবেন এই পোস্টে।

গারো পাহাড় কোথায় অবস্থিত? গারো পাহাড় সম্পর্কিত সকল ‍গুরুত্বপূর্ণ তথ্য দেখুন এই পোস্টে।

প্রশ্নঃ  এভারেস্ট বিজয়ী প্রথম মহিলার নাম কি?

তাবেই জুনকো জাপানের নাগরিক। ১৯৭৫ সালে এভারেস্ট চূড়ায় আরোহন করেন।

প্রশ্নঃ মাউন্ট এভারেস্টের চূড়ায় বায়ুর চাপ কত?

মাউন্ট এভারেস্টের চূড়ায় চাপ গড় প্রায় 253 মিমি Hg।

প্রশ্নঃ মহাভারত পর্বতশ্রেণী কোথায় অবস্থিত?

ওড়িশা এবং অন্ধ্র প্রদেশ রাজ্যে

প্রশ্নঃ বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?

তাজিং ডং বিজয় নামে পরিচিত

প্রশ্নঃ ভিসুভিয়াস কোথায অবস্থিত?

ইতালি

প্রশ্নঃ পম্পেই নগরী ধ্বংস হয় কেন?

আগ্নেয়গিরির অগ্নুৎপাতে

প্রশ্নঃ মাউন্ট ফুজিয়ামা কী ধরনের আগ্নেয়গিরি?

সুপ্ত আগ্নেয়গিরি।

প্রশ্নঃ নীলগিরি কোন জেলায় অবস্থিত?

বান্দরবান জেলায়।

প্রশ্নঃ ফুজিয়ামা আগ্নেয়গিরি কোথায়?

জাপানে

প্রশ্নঃ মায়ানমারের পোপা কি ধরনের আগ্নেয়গিরি?

সুপ্ত আগ্নেয়গিরি

প্রশ্নঃ পোপা আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?

মায়ানমারে।

আরও পড়ুন:

শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে ১০ টি বাক্য

প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ৫টি উপায়

মুজিবনগর সরকারের সদস্য ছিলেন কে কে এ সম্পর্কে বিস্তারিত।

জাতীয় চার নেতার নাম ও পদবী

মাদার তেরেসা সম্পর্কে ১০ টি বাক্য

অপারেশন সার্চলাইট এর নীল নকশা কে তৈরি করেন। অপারেশন সার্চলাইট সম্পর্কে বিস্তারিত।

অপারেশন সার্চলাইটের নৃশংস হত্যাকান্ডের খবর বিশ্বে কীভাবে ছড়িয়েছিল।

সাইমন ড্রিং কোন দেশের নাগরিক

সাইমন ড্রিং এর পরিচয়।

সাইমন ড্রিং এর মুক্তিযুদ্ধে অবদান
Scroll to Top
Verified by MonsterInsights