সংবিধানঃ
সংবিধান হচ্ছে কোন রাষ্ট্রের মৌলিক দলিল বা বিধি-বিধান যে বিধি-বিধানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয়। সংবিধানের মাধ্যমে একটি রাষ্ট্রের সীমারেখা বেধে দেওয়া হয়।
খ্রিস্টপূর্ব ২৩০০ সালে প্রথম সুমেরিয় রাজা উরুকাগিনা দ্বারা জারিকৃত সংবিধান বিশ্বের প্রথম সংবিধান। খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে সম্রাট অশোকের সময়ে সাংবিধানিক শাসনের উল্লেখ পাওয়া যায়।
সংবিধান কত প্রকারঃ
সংবিধান দুই প্রকার। যথা- ১। লিখিত সংবিধান ও ২। অলিখিত সংবিধান।
বাংলাদেশের সংবিধানঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আইন সংবিধান। বাংলাদেশের সংবিধান লিখিত সংবিধান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গণপরিষদ আদেশের মাধ্যমে বাংলাদেশের সংবিধান রচনা করা হয়। ১৯৭২ সালের ৪ নভেম্বর গনপরিষদ কতৃক সংবিধান গৃহীত হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। বাংলাদেশে সংবিধানের মোট ১৫৩টি অনুচ্ছেদ আছে।
বাংলাদেশের সংবিধানের তিন (০৩) নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্র ভাষা বাংলা।
বাংলাদেশের সংবিধানের মূলনীতিঃ
বাংলাদেশের সংবিধানের মূলনীতি চারটি। মূলনীতি গুলো হলো জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।
বাংলাদেশের সংবিধানে মোট ১১টি ভাগে এবং ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
বাংলাদেশের সংবিধানের ১১টি ভাগ হলোঃ
১ম ভাগঃ প্রজাতন্ত্র
২য় ভাগঃ রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৩য় ভাগঃ মৌলিক অধিকার
৪র্থ ভাগঃ নির্বাহী বিভাগ
৫ম ভাগঃ আইনসভা
৬ষ্ঠ ভাগঃ বিচার বিভাগ
৭ম ভাগঃ নির্বাচন
৮ম ভাগঃ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৯ম ভাগঃ বাংলাদেশের কর্মবিভাগ
১০ ভাগঃ সংবিধান সংশোধন
১১ ভাগঃ বিবিধ
বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগে প্রজাতন্ত্রের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। প্রজাতন্ত্রের রাষ্ট্র বাংলা এই বিষয়টি বাংলাদেশের সংবিধানের ৩ নং অনুচ্ছে উল্লেখ করা হয়েছে।
১ নং অনুচ্ছেদঃ প্রজাতন্ত্র
২ নং অনুচ্ছেদঃ প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা
৩ নং অনুচ্ছেদঃ প্রতাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা
৪ নং অনুচ্ছেদঃ জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক
৫ নং অনুচ্ছেদঃ রাজধানী
৬ নং অনুচ্ছেদঃ নাগরিকত্ব
৭ নং অনুচ্ছেদঃ সংবিধানের প্রাধান্য
আরও পড়ুন: মুজিবনগর সরকারের চারটি অবদান পাহাড়পুর বৌদ্ধ বিহার কে আবিষ্কার করেন? পাহাড়পুর সম্পর্কে বিস্তারিত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সংগীত শিল্পীদের অবদান ৫ জন বুদ্ধিজীবীর নাম। শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে ১০ টি বাক্য জাতীয় চার নেতার নাম ও পদবী অপারেশন সার্চলাইটের নৃশংস হত্যাকান্ডের খবর বিশ্বে কীভাবে ছড়িয়েছিল। সাইমন ড্রিং এর মুক্তিযুদ্ধে অবদান