ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
১৯২১ সালে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে স্থাপিত হয় এবং সে বছরের ১লা জুলাই হতে এর একাডেমিক কার্যক্রম শুরু হয়। ১৯০৫ সালে বাঙালি মুসলিমদের দাবির পক্ষে বঙ্গভঙ্গ কর হয়। কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের তীব্র আন্দোলনের মুখে বঙ্গভঙ্গ রদ করা হয়। এতে পূর্ব বঙ্গের মুসলিমরা বৃটিশদের প্রতি আস্থা হারিয়ে ফেলে। বঙ্গভঙ্গ রদের প্রতিক্রিয়া হিসেবে পূর্ববঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। নাথান কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করে। ১৯২১ সালের প্রথম শিক্ষাবর্ষে মোট ৮৭৭ জন শিক্ষার্থী এবং ৬০ জন শিক্ষক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন সহ দেশের ক্রান্তিলগ্নে সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আরো প্রশ্নোত্তরঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে কি লেখা আছে?
শিক্ষাই আলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি দান করেছেন কে?
নবাব খাজা সলিমুল্লাহ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে?
লীলা নাগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?
স্যার পি. জে. হার্টগ।
বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি?
ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ছাত্রী?
ফজিলতুন্নেসা।
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কবে?
১লা জুলাই।
পৃথিবীর সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়ের নাম কি?
আল-কারাওইন বিশ্ববিদ্যালয়।
এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি?
নালন্দা বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কী?
নাথান কমিশন।
নাথান কমিশনের সদস্য সংখ্যা কত?
১৩ সদস্য বিশিষ্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমির পরিমান কত?
৬০০ একর।
ঢাবির বর্তমান ভিসির নাম কি?
অধ্যাপক নিয়াজ আহমেদ খান
আরও পড়ুন:
শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে ১০ টি বাক্য
মুজিবনগর সরকারের সদস্য ছিলেন কে কে এ সম্পর্কে বিস্তারিত।
অপারেশন সার্চলাইটের নৃশংস হত্যাকান্ডের খবর বিশ্বে কীভাবে ছড়িয়েছিল।
সাইমন ড্রিং এর মুক্তিযুদ্ধে অবদান