গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে।
গ্রামীন ব্যাংক হচ্ছে জামানত ছাড়াই ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত কমিউনিটি ডেভেলপমেন্ট ব্যংক। দেশের পল্লী অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে উৎপাদনমুখী করার লক্ষ্যে ব্যাংক অধ্যাদেশ এর অধীনে গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠিত হয়। নারী-পুরষ নির্বিশেষে দরিদ্র জনগোষ্ঠীকে আয় সৃষ্টিকারী হিসেবে প্রতিষ্ঠা করাই গ্রামীন ব্যাংকের মূল লক্ষ্য।
গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?
ড. মুহাম্মদ ইউনুস।
ড. মুহাম্মদ ইউনুস ১৯৪০ সালে চট্রগ্রামে জন্মগ্রহনে করেন। তিনি একজন সমাজকর্মী, শিক্ষক এবং ২০২৪ এর আন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৭৪ সালে বাংলাদেশের দুর্ভিক্ষে অসংখ্য মানুষ অনাহারে মারা যায়। এই দুর্ভিক্ষে গ্রামের লোকজন বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেই থেকে ডক্টর ইউনুস দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলেন। গ্রামীন উন্নয়নের জন্য গ্রামীন প্রকল্প চাল করে যা পরবর্তীতে ১৯৮৩ সালে গ্রামীন ব্যাংক নামে আত্মপ্রকাশ করে।
প্রথম কোথায় গ্রামীণ ব্যাংক প্রকল্প চালু করা হয়?
১৯৭৯ সালে টাঙ্গাইল জেলায় ড. মুহাম্মদ ইউনুস গ্রামীন প্রকল্প চালু করেন।
গ্রামীণ ব্যাংক কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন?
গ্রামীন ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনুস যৌথভাবে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়।
গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারি করা হয় কত সালে?
১৯৮৩ সালে।
আরও পড়ুন:
গারো পাহাড় কোথায় অবস্থিত? গারো পাহাড় সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য দেখুন এই পোস্টে।
পাহাড়পুর বৌদ্ধ বিহার কে আবিষ্কার করেন? পাহাড়পুর সম্পর্কে বিস্তারিত।