গারোদের ভাষার নাম কি?
গারোদের ভাষার নাম আচিক ভাষা। ভাষাবিদদের মতানুসারে, গারো ভাষা বা আচিক ভাষা মূলত সিনো-টিবেটান (Sino Tibetan) ভাষার অন্তর্গত বোডো বা বরা (Bodo/Bora) উপ-ভাষার অন্তর্গত। তাদের ভাষার কোন বর্ণমালা নাই। মুখে মুখে উচ্চারনই তাদের ভাষার অস্তিত্ব টিকিয়ে রেখেছে।
Table of Contents

ভাষা বলতে কি বুঝায়?
মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। ভাষা হচ্ছে মানুষের যোগাযোগের মাধ্যম।
ভাষার মূল উপাদান কি?
ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান।
বাংলাদেশের রাষ্ট্রভাষা নাম কি?
বাংলা।
বিশ্বের প্রথম ভাষা কি?
সংস্কৃত ভাষা
পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষার নাম কি?
চীনা ভাষা বা মান্দরিন ভাষা।
ভাষার বৃহত্তম একক এর নাম কি?
বাক্য।
ভাষার মূল উপকারণ কি?
বাক্য।
পৃথিবীর প্রধান ভাষা কোনটি?
ইংরেজি।
পৃথিবীর সব থেকে সুন্দর ভাষা কোনটি?
বাংলা
পৃথিবীতে কয়টি ভাষা আছে?
প্রায় ৭০০০ এর ওপর ভাষা রয়েছে।
বাংলা ভাষা পৃথিবীর কত তম?
মাতৃভাষা হিসেবে পঞ্চম এবং বহুল ব্যবহৃত ভাষার দিক হতে সপ্তম।
আরো পড়ুন:
মুজিবনগর সরকারের চারটি অবদান
পাহাড়পুর বৌদ্ধ বিহার কে আবিষ্কার করেন? পাহাড়পুর সম্পর্কে বিস্তারিত।
৫ জন বুদ্ধিজীবীর নাম।
জাতীয় চার নেতার নাম ও পদবী
অপারেশন সার্চলাইটের নৃশংস হত্যাকান্ডের খবর বিশ্বে কীভাবে ছড়িয়েছিল।
সাইমন ড্রিং এর পরিচয়।