গারোদের ধর্মের নাম কি

গারোদের ধর্মের নাম কি

গারোদের ধর্মের নাম সাংসারেক। 

গারোঃ

গারোদের ধর্মের নাম কি
গারোদের ধর্মের নাম কি

গারো হলো একটি তিব্বত-বর্মী জাতীগোষ্ঠী যা উত্তর-পূর্ব ভারতীয় রাজ্য এবং বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরে বসবাস করে। জাতিগত পরিচয়ে তারা মান্দি হিসেবে পরিচিত। এই মান্দি শব্দের অর্থ হলো মানুষ। সাংসারেক গারোদের ঐতিহ্যবাহী ধর্ম। গবেষকদের মতে বাংলা সংসার শব্দ হতে সাংসারেক শব্দটি এসেছে। গারোরা হিন্দুদের মতো পূজা করে। তাদের প্রধান দেবতা “তাতারা বুগারা”। গারোরা মাটিকে “আমা” অর্থাৎ মা হিসেবে বিবেচনা করে। 

আরও পড়ুন

তুরস্কের প্রেসিডেন্টের নাম কি

ইউক্রেনের প্রেসিডেন্টের নাম কি

ইউক্রেনের মুদ্রার, এর আয়তন, রাজধানী, রাষ্ট্রপতি ও বন্দরের নাম

গারোদের আদি ধর্মের নাম কি?

গারোদের আদি ধর্মের নাম সাংসারেক।

গারোদের প্রধান কে?

গারোদের পরিবার মাতৃতান্ত্রিক। অর্থাৎ গারোদের পরিবার প্রধান মা।

গারোদের ভাষা কী নাম কী?

আচিক ভাষা বা গারো ভাষা।

আরও পড়ুন:

৫ জন বুদ্ধিজীবীর নাম।

মুজিবনগর সরকারের চারটি অবদান

জাতীয় চার নেতার নাম ও পদবী

সাইমন ড্রিং কোন দেশের নাগরিক

সাইমন ড্রিং এর পরিচয়।

সাইমন ড্রিং এর মুক্তিযুদ্ধে অবদান

গারদের উৎসবের নাম কি?

ওয়ানগালা (ইংরেজি: Wangala)

গারোরা কোথায় বাস করে?

গারোরা পূর্ব-ভারতীয় রাজ্য আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ডের কিছু এলাকায় এবং বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর জেলায় বাস করে।

গারোদের বাড়ির নাম কী?

গারোদের লম্বা দোচালা ঘর নকমান্দি নামে পরিচিত।

গারোরা কয়টি উপজাতিতে বিভক্ত? 

গারোরা নয়টি উপজাতিতে বিভক্ত।

বাংলাদেশে গারো জনসংখ্যা কত?

বাংলাদেশে গারো জনসংখ্যা প্রায় ১ লক্ষ।

গারো ছেলেদের পোশাকের নাম কি?

দকবান্দা বা দকসারি।

গারদের ঐতিহ্যবাহী পোশাক কি?

দকমান্দা, দকসারি, ও গান্নাবারা গারোদের ঐতিহ্যবাহী পোশাক।

এছাড়াও দেখুন..

রেডক্রস কবে প্রতিষ্ঠিত হয়?

আইফেল টাওয়ার কত সালে প্রতিষ্ঠিত হয়?

হিন্দু ধর্ম কত বছর পুরনো
Scroll to Top
Verified by MonsterInsights