শহীদ মিনার কি?
মিনার বা স্মৃতিস্তম্ভ হচ্ছে এক ধরনের স্থাপনা যা দেশ, জাতি কিংবা মানবতার জন্য উৎসর্গীকৃত ব্যক্তি বা ব্যক্তিদের স্মরণে নির্মিত। ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য যেসব ভাষা শহীদ আত্মদান করেছেন তাদের স্মরণে যে স্তম্ভ নির্মিত তাই শহীদ মিনার। শহীদ মিনারে রয়েছে পাঁচটি স্তম্ভ এবং মাঝখানে লাল বৃত্ত। স্থপতি হামিদুর রহমান শহীদ মিনারের স্থপতি।
কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেনঃ
প্রথম শহীদ মিনার নির্মিত হয় ২১ শে ফেব্রুয়ারি ১৯৫২ সালে রাজশাহীতে। পুলিশ ২২শে ফেব্রুয়ারি এটি ভেঙে ফেলে। ২৩ শে ফেব্রুয়ারি পুনরায় শহীদ মিনার নির্মাণ করা হয়। ২৪শে ফেব্রুয়ারি শহীদ শফিউর রহমানের পিতা মৌলভি মাহবুবুর রহমান শহীদ মিনার উদ্ধোধন করেন।
আরও পড়ুন: শহীদ মিনার কিসের প্রতীক মুক্তিযুদ্ধের সময় বিপুল শরণার্থী কোথায় এবং কিভাবে আশ্রয় পেয়েছিল মুক্তিযুদ্ধে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের ভূমিকা
এরপর বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার পরে সরকারিভাবে ১৯৫৭ সালে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ১৯৬৩ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ভাষা শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্ধোধন করেন।