ইঞ্জিল কিতাব কোন ধর্মের?
ইন্জিল বা ইনজিল খ্রিস্টধর্মের পবিত্র আসমানি কিতাব। যা হযরত ঈসা আঃ এর ওপর অবতীর্ণ হয়। এই কিতাবের মাধ্যমে খ্রিস্ট ধর্মের প্রচার করা হয়েছে।
ইঞ্জিল কিতাব কখন নাজিল হয়?
আনুমানিক ৪ খ্রিস্টপূর্বাব্দ হতে ৩০-৩৩ খ্রিস্টাব্দের মধ্যে ইন্জিল কিতাব নাযিল হয়।
ইনজিল কিতাব কি বাইবেল?
না। কোরআনের বর্ননা অনুযায়ী ইন্জিল একটি একক এবং পূর্ণঙ্গ আসমানি কিতাব।
ইঞ্জিল কোন ভাষায় অবতীর্ণ হয়?
আরামাইক ভাষায়।
উল্লেখ্য যে সকল আসমানি কিতাব সবসময় মায়ের ভাষায় রচিত হয়েছে। কোরআন আরবি ভাষায় রচিত হয়েছে। এই কোরআন নাযিল হয়েছে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাঃ এর ওপর। হযরত মুহাম্মদ সাঃ মক্কায় জন্ম এবং বেড়ে ওঠেন। মক্কার ভাষা ছিল আরবি। নবী হযরত মুহাম্মদ সাঃ এর মুখের ভাষাও ছিল আরবি। তাই নবীর ওপর অবতীর্ণ কিতাব কোরআন ও আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে।
প্রসিদ্ধ চারটি আসমানি কিতাবের নাম কি?
প্রসিদ্ধ চারটি আসমানি কিতাব হলো- তাওরাত, যাবুর, ইন্জিল ও কোরআন মাজিদ।
ঈসা আঃ কোন ভাষায় ধর্মে কথা বলতেন?
আরমাইক ভাষায়।
সর্বশেষ আসমানী কিতাব কোনটি?
সর্বপ্রথম আসমানি কিতাব কোরআন মাজিদ।
যীশুর ভাষা কি ছিল?
আরমাইক।
যীশুর যুগে রোমানরা কি ভাষায় কথা বলত?
ল্যাটিন ভাষায়।
বাইবেল কি আসমানী কিতাব?
না বাইবেল আসমানি কিতাব নয়। ইন্জিল কিতাব হতে সংস্করন করে খ্রিস্টান পাদ্রিগন বাইবেল রচনা করেছেন।
সর্বপ্রথম আসমানী কিতাবের নাম কি?
তাওরাত।তাওরাত হচ্ছে নবি হযরত মুসার প্রতি অবতীর্ণ সর্বপ্রথম আসমানি কিতাব।
ইন্জিল অর্থ কি?
সুসমাচার।
যীশু শব্দের অর্থ কি?
খ্রিস্ট ধর্মের প্রচারক।
মা মেরির পুরো নাম কি?
মরিয়ম।
বাইবেল এর অর্থ কি?
ঈশ্বরের বাক্য।
ইসলাম ধর্মে বাইবেল বলতে কি বুঝায়?
ইসলামে ধর্মে অর্থাৎ কোরআনে বাইবেল বলতে কোন শব্দ নেই।
আরও পড়ুন: সাইমন ড্রিং কোন দেশের নাগরিক সাইমন ড্রিং এর পরিচয়। সাইমন ড্রিং এর মুক্তিযুদ্ধে অবদান মুক্তিযুদ্ধে জর্জ হ্যারিসনের অবদান।