আবু লাহাবের স্ত্রীর নাম ছিল আরওয়া বা আওরা। উম্মে জামিল ছিল তার উপনাম বা ডাকনাম। আবু সুফিয়ান ছিল তার ভাই। আরবিতে এই মহিলাকে বলা হতো “আওরা উম্মে ক্বাবিহ” যার অর্থ এক চক্ষু সকল নষ্টের মূল। উম্মে জামিলের এক চোখ ছিল দৃষ্টিহীন।
আবু লাহাব হযরত মুহাম্মদ সাঃ খুবই ঘনিষ্ট প্রতিবেশি এবং নবীর চাচা। তাদের বাড়ির মাঝখানে একটি প্রাচীর ছিল। উম্মে জামিল কটূভাষী মহিলা ছিলেন। নবীজি যখন সালাত আদায় করতেন তখন তার শরীরের ওপর ছাগলের নাড়িভুঁড়ি নিক্ষেপ করতেন। নবীজির দরজায় কাঁটা নিক্ষেপ করতেন। কোরআনে আবু লাহাবের স্ত্রীর ধ্বংসের কথা বলা হয়েছে। তিনি চোগলখোর মহিলা হিসেবে সমাজে পরিচিত ছিলেন।
প্রশ্নঃ আবু লাহাব নামের অর্থ কি?
লাহাব অর্থ আগুনের শিখা। আবু লাহাবের গায়ের রং উজ্জল সাদা লাল বর্ণের। তাই তাকে আবু লাহাব বলা হতো। আবু লাহাবের আসল নাম আব্দুল উযযা।
প্রশ্নঃ সুয়াইবা কে ছিলেন?
মুহাম্মদ সাঃ এর প্রথম দুধ মা। পূর্বে তিনি আবু লাহাবের দাসী ছিলেন।
প্রশ্নঃ উম্মে জামিল কে?
আবু লাহাবের স্ত্রী এবং আবু সুফিয়ানের বোন। আবু লাহাব ছিল নবীর চাচা উম্মে জামিল ছিল নবীর চাচি।