আইএমএফ এর সদর দপ্তর কোথায়?
ওয়াশিংটন ডি.সি, মার্কিন যুক্তরাষ্ট্র।
কোন সম্মেলনের মাধ্যমে আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর জন্ম হয়?
ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে।
ব্রেটন উডস সম্মেলন কতসালে অনুষ্ঠিত হয়?
১৯৪৪ সালে।
ব্রেটন উডস নামক স্থানটি কোথায়?
নিউ হ্যাম্পশায়ার, মার্কিন যুক্তরাষ্ট্র।
আইএমএফ কি? আইএমএফ এর কাজ কি?
আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল জাতীসংঘের একটি স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। আইএমএফ সদস্য দেশগুলোকে দেশগুলোকে ঋণ দেয়। আন্তর্জাতিক মুদ্রার বিনিময় মূল্য তত্ত্বাবধান করা, বিশ্বের অর্থনীতিকে স্থিতিশীল রাখার চেষ্টা করা। আর্থিক সংকটে পড়া দেশগুলোকে অর্থ সহায়তার পাশাপাশি মজবুত অর্থনীতি গড়তে উপদেশ দেয়।
বাংলাদেশ কত সালে আইএমএফ এর সদস্যপদ লাভ করে?
১৯৭২ সালে ১৭ আগস্ট।
আইএমএফের বর্তমান প্রধান কে ২০২৪?
ক্রিস্টালিনা জর্জিভা।
আইএমএফ এর বর্তমান প্রধান অর্থনীতিবিদ কে?
পিয়েরে অলিভিয়ার গুরিঞ্চাস। যিনি একজন ফরাসি অর্থনীতিবিদ।
আইএমএফ এর বর্তমান সদস্য রাষ্ট্র মোট কতটি ২০২৪?
১৯০টি।
SDR কি?
Special Drawing Rights. আইএমএফ এর সদস্য রাষ্ট্রগুলো এই SDR কে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করে।
আইএমএফ কতসালে SDR চালু করে?
১৯৬৯ সালে।
বর্তমান বিশ্বে কতটি মুদ্রার প্রচলন আছে?
১৮০টি।
বর্তমানে কোন মুদ্রার মান সবচেয়ে বেশি?
কুয়েতি দিনার।
আইএমএফ হতে সর্বাধিক ঋণ গ্রহীতা দেশ কোনটি?
আর্জেন্টিনা।
বিশ্বব্যাংক হতে সর্বাধিক ঋণগ্রহীতা দেশ কোনটি?
ভারত।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধের সেক্টর কয়টি ও কি কি কয়টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয় ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে এবং দফাগুলো কি কি। বিস্তারিত। মুক্তিযুদ্ধে জর্জ হ্যারিসনের অবদান। মুক্তিযুদ্ধের সময় শরণার্থীরা কোথায় এবং কিভাবে আশ্রয় পেয়েছিল। মুক্তিযুদ্ধে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের ভূমিকা বিস্তারিত।